মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন মহান আল্লাহ্ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো, (১) যার নিকট নির্জন প্রান্তরে অতিরিক্ত পানি আছে, আর সে তা পথিক মুসাফিরকে পান করতে বাধা দেয়, (২) যে ব্যক্তি কেবল পার্থিব স্বার্থ লাভের অভিপ্রায়ে শাসকের আনুগত্য করার শপথ করে, শাসক তাকে কিছু দিলে শপথ পূর্ণ করে এবং না দিলে শপথ ভঙ্গ করে। (৩) যে বিক্রেতা আসরের পর তার পণ্য ক্রেতার নিকট বিক্রয় করে, আর সে আল্লাহ্ নামে শপথ করে বলে যে, সে এতো এতো মূল্যে তা ক্রয় করেছে আর ক্রেতা তার কথা বিশ্বাস করে, অথচ আসল ব্যাপার এর বিপরীত।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
وعنه أيضا (2) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يكلمهم الله ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب اليم رجل على فضل ماء بالفلاة (3) يمنعه من ابن السبيل ورجل بايع الامام ولا يبايعه إلا لدينا فإن اعطاه منها وفي له وان لم يعطه لم يف له قال ورجل بايع رجلا سلعة بعد العصر (4) فحلف له بالله لأخذها بكذا وكذا فصدقه وهو على غير ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান