মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১০৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি দু'আ অবশ্যই কবুল হয়, যাতে কোন সন্দেহ নেই। তা হলো, নির্যাতিত ব্যক্তির দু'আ, মুসাফিরের দু'আ এবং সন্তানের জন্য মাতাপিতার দু'আ।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن أبي هريرة (1) أن نبي الله صلى الله عليه وسلم كان يقول ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده
tahqiqতাহকীক:তাহকীক চলমান