মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা ও হাসসান ইব্‌ন ছাবিতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮৪. আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দেরীতে কোন সংবাদ পেতেন, তখন তরফার কবিতা পংক্তি আবৃত্তি করতেন, "যাকে তুমি দাওনি পাথেয়, সেও খবর আনবে নিশ্চয়।”
كتاب آفات اللسان
باب ما جاء في شعر عبد الله بن رواحة وحسان بن ثابت رضي الله عنهما
عن عائشة رضي الله عنها (8) قال رسول الله صلى الله عليه وسلم اذا استراث الخبر تمثل فيه ببيت طرفة (ويأتيك بالأخبار من لم تزود)
tahqiqতাহকীক:তাহকীক চলমান