মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৫৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঠাট্টা, তামাশা ও সে ক্ষেত্রে মিথ্যা থেকে ভীতি প্রদর্শন
৫৩. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন ব্যক্তি এমন কথাও বলে ফেলে যে বিষয়ে কোন অসুবিধা আছে বলে সে মনে করে না অথচ এর কারণে সে আকাশ থেকে যমীনের দূরত্বের সমান জাহান্নামের গভীরে পতিত হবে।
كتاب آفات اللسان
باب ما جاء في المزاح والترهيب من الكذب فيه
عن أبي سعيد الخدري (6) يرفعه قال إن الرجل ليتكلم بالكلمة لا يريد بها بأسا الا ليضحك بها القوم فإنه ليقع منها أبعد من السماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান