মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৫২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঠাট্টা, তামাশা ও সে ক্ষেত্রে মিথ্যা থেকে ভীতি প্রদর্শন
৫২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন কোন মানুষ এমন কথা বলে বৈঠককারীদেরকে হাসায়, যা তাকে জাহান্নামের অনেক গভীরে নিক্ষেপ করে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন কোন মানুষ এমন কথা বলে, যে সম্পর্কে সে মনে করে, তাতে কোন দোষ নেই, কিন্তু সে জন্য সে সত্তর বছর দোযখে থাকবে।
তাঁর তৃতীয় বর্ণনায় তিনি বলেন, কোন বান্দাহ যখন ভালমন্দ বিচার না করেই কখনো এমন কথা বলে, যার কারণে সে নিজেকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করে, যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন কোন মানুষ এমন কথা বলে, যে সম্পর্কে সে মনে করে, তাতে কোন দোষ নেই, কিন্তু সে জন্য সে সত্তর বছর দোযখে থাকবে।
তাঁর তৃতীয় বর্ণনায় তিনি বলেন, কোন বান্দাহ যখন ভালমন্দ বিচার না করেই কখনো এমন কথা বলে, যার কারণে সে নিজেকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করে, যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান।
كتاب آفات اللسان
باب ما جاء في المزاح والترهيب من الكذب فيه
عن أبي هريرة (7) عن رسول الله صلى الله عليه وسلم قال إن الرجل ليتكلم بالكلمة يضحك بها جلساءه يهوي بها أبعد من الثريا (1) (وعنه من طريق ثان) (2) قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل يتكلم بالكلمة لا يرى بها بأسا (3) يهوى بها سبعين خريفا (4) في النار (وعنه من طريق ثالث) (5) يرفعها إن العبد يتكلم بالكلمة يزل بها في النار أبعد ما بين المشرق والمغرب