মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চোগলখুরী করা থেকে ভীতি প্রদর্শন
২৫. আসমা বিনতে ইয়াযিদ আনসারী (রা) থকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের উত্তম ব্যক্তিদের সম্পর্কে সংবাদ দেব না? তারা বললো, অবশ্যই, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, তারা হলো ঐ সকল লোক যাদেরকে তোমরা যখন দেখ, তখন আল্লাহর কথা স্মরণ হয়। এরপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের অসৎ লোকদের সম্পর্কে সংবাদ দেব না? তারা হলো- যারা চোগলখুরী করে পরস্পরের ভালবাসা নষ্ট করে বেড়ায় এবং পূত–পবিত্র লোকদের প্রতি অপবাদ আনিতে প্রয়াস পায়।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من النميمة
عن أسما بنت يزيد (7) الانصارية أن النبي صلى الله عليه وسلم قال الا اخبركم بخياركم؟ قالوا بلى يا رسول الله قال الذين اذا رؤا ذكر الله تعالى ثم قال ألا أخبركم بشراركم؟ المشاؤون بالنميمة المفسدون بين الأحبة الباغون البرآء العنت (8)