মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চোগলখুরী করা থেকে ভীতি প্রদর্শন
২৪. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, আমি কি তোমাদেরকে জানাব না যে, 'আদ্হ' কী? তা হলো- চোগলখুরী করে মানুষের মধ্যে কথা ছড়ানো। মুহাম্মদ (ﷺ) বলেন, কোন মানুষ সত্য কথা বলতে থাকলে, আল্লাহ্ তাকে সত্যবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। আর কোন লোক মিথ্যা বলতে থাকলে, আল্লাহ্ তাকে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من النميمة
عن عبد الله (6) أن النبي صلى الله عليه وسلم قال الا انبئكم ما العضه؟ قال هي النميمة القالة بين الناس وان محمد صلى الله عليه وسلم قال إن الرجل يصدق حتى يكتب صديقا ويكذب حتى يكتب كذابا