মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
১৮. আবু বারযা আল-আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আমার কাওম! যে ব্যক্তি মুখে ঈমান আনে এবং সে ঈমান তার অন্তরে প্রবেশ করে না, তা তার কোন উপকারে আসবেনা। তোমরা মুসলমানদের গীবত করবে না। তাদের গোপন জিনিস খুঁজে বেড়াবে না।
অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ (ﷺ) জোরে ডাক দিলেন যে ঘরের ভিতরের মহিলারাও শুনতে পেল, তিনি বললেনঃ হে জনগণ! তোমরা যারা মুখে মুখে ঈমান এনেছ, কিন্তু অন্তরে এখনও ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের ইযযাতও নষ্ট করো না। কেননা, যারা মুসলমানদের ইযযাত নষ্ট করতে চায়, আল্লাহ তাদের ইযযাত নষ্ট করেন। আর আল্লাহ যাকে অসম্মানিত করতে চান, তাকে তিনি তার ঘরেই অপদস্থ করেন।
অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ (ﷺ) জোরে ডাক দিলেন যে ঘরের ভিতরের মহিলারাও শুনতে পেল, তিনি বললেনঃ হে জনগণ! তোমরা যারা মুখে মুখে ঈমান এনেছ, কিন্তু অন্তরে এখনও ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের ইযযাতও নষ্ট করো না। কেননা, যারা মুসলমানদের ইযযাত নষ্ট করতে চায়, আল্লাহ তাদের ইযযাত নষ্ট করেন। আর আল্লাহ যাকে অসম্মানিত করতে চান, তাকে তিনি তার ঘরেই অপদস্থ করেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن أبي برزة الأسلمي (11) قال قال رسول الله صلى الله عليه وسلم (وفي رواية نادى رسول الله صلى الله عليه وسلم حتى أسمع العواتق فقال) يا معشر من آمن بلسانه ولم يدخل الايمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من يتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, কোন মুসলমানের গীবত করা এবং তার দোষ ও দুর্বলতা প্রকাশে উৎসুক হওয়া প্রকৃতপক্ষে এমন এক মুনাফেকসুলভ কর্ম, যা কেবল ঐসব লোক থেকেই প্রকাশিত হতে পারে, যারা কেবল মুখে মুসলমান এবং ঈমান তাদের অন্তরে স্থান করে নিতে পারেনি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)