মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৭৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সন্দেহ সংশয়ের স্থানে পতিত হওয়া থেকে ভীতি প্রদর্শন
১৭৮. রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী সফিয়্যা বিনত হুয়াই (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফে ছিলেন। আমি রাতে তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম এবং তাঁর সাথে কথা বললাম। এরপর ঘরে ফিরার জন্য তাঁর কাছ থেকে উঠলাম। আমার ফিরিয়ে দেওয়ার সময় তিনি আমার সাথে দাঁড়ালেন, আমার বাসস্থান ছিল উসামা ইবন যায়েদের ঘরে। তখন আনসারদের দু'ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করছিল। তারা যখন নবী করিম (ﷺ) কে দেখলো, তখন তারা অধিকতর দ্রুতগতিতে ঐ স্থান অতিক্রম করছিল। নবী করিম (ﷺ) তাদের দ্রুত অতিক্রম করার অবস্থা দেখে বললেন, ধীরে ধীরে যাও, এ হলো আমার স্ত্রী সফিয়্যা বিনতে হুয়াই। তখন তারা বললো, সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন নবী করিম (ﷺ) বললেন, শয়তান মানুষের শরীরে রক্তের মত চলাচল করে, আমি ভয় করছিলাম যে, হয়তো তোমাদের অন্তরে শয়তান কোন খারাপ চিন্তা সৃষ্টি করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من مواقع الشبة ومواطن الريبة
عن علي بن حسين (8) عن صفية بنت حيي (زوج النبي صلى الله عليه وسلم ورضي الله عنها) قالت كان رسول الله صلى الله عليه وسلم معتكفا فأتيته أزوره ليلا فحدثته ثم قمت فانقلبت (9) فقام معي يقلبني وكان مسكنها في دار اسامة بن زيد فمر رجلان من الانصار فلما رأيا النبي صلى الله عليه وسلم أسرعا فقال النبي صلى الله عليه وسلم على رسلكما (10) إنها صفية بنت حيي فقالا سبحان الله يا رسول الله (11) فقال إن الشيطان يجري من الإنسان مجرى الدم واني خشيت أن يقذف في قلوبكما شرا أو قال شيئا