মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৭৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সন্দেহ সংশয়ের স্থানে পতিত হওয়া থেকে ভীতি প্রদর্শন
১৭৭. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তাঁর সাথে তার স্ত্রী সফিয়্যা ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) (ﷺ) বলেন, হে অমুক! তুমি জেনে রাখ যে, এ হলো তাঁর অর্থাৎ আমার স্ত্রী। তখন লোকটি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা কি আপনার ব্যাপারে সন্দেহ করবো? তিনি বললেন, আমি ভয় করছি, শয়তান তোমার মধ্যে প্রবেশ করাবে, অর্থাৎ তোমাকে ওয়াসওয়াসা বা ধোঁকা দেবে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের কোন একজন স্ত্রীর সাথে ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন তিনি বলেন, হে অমুক, এ হলো আমার স্ত্রী। সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ), আমরা যদি কারো ব্যাপারে সন্দেহ করিও আপনার ব্যাপারে তো কোন সন্দেহ করবো না। তখন তিনি বললেন, শয়তান বনি আদমের রক্তের মাঝে চলাচল করে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের কোন একজন স্ত্রীর সাথে ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন তিনি বলেন, হে অমুক, এ হলো আমার স্ত্রী। সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ), আমরা যদি কারো ব্যাপারে সন্দেহ করিও আপনার ব্যাপারে তো কোন সন্দেহ করবো না। তখন তিনি বললেন, শয়তান বনি আদমের রক্তের মাঝে চলাচল করে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من مواقع الشبة ومواطن الريبة
عن أنس بن مالك (2) أن رجلا مر برسول لاله صلى الله عليه وسلم ومعه بعض أزواجه (3) فقال يا فلانة يعلمه أنها زوجته (4) فقال الرجل يا رسول الله أتظن بي؟ فقال اني خشيت أن يدخل عليك الشيطان (5) (وعنه من طريق ثان) (6) قال كان رسول الله صلى الله عليه وسلم مع امرأة من نسائه فمر رجل فقال يا فلان هذه امرأتي فقال يا رسول الله من كنت أظن به فإني لم أكن اظن بك قال ان الشيطان يجري من ابن آدم مجرى الدم