মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৬৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: ছোট গুনাহকে অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন
১৬৭. সাহাল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ছোট ছোট গুনাহ করা থেকে বিরত থাক। ছোট ছোট গুনাহসমূহের উদাহরণ হলো কোন সম্প্রদায় যেন উপত্যকার মাঝখানে অবতরণ করলো। তারপর একজন একটি খড়ি নিয়ে আসে, অনুরূপ আরেকজন আরো একটি খড়ি নিয়ে এসে তাদের খরি পাকালো। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহসমূহ কারো দ্বারা সংঘটিত হলে, তা তাকে ধ্বংস করে ফেলে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من احتقار الذنوب الصغيرة
عن سهل بن سعد (2) قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب (3) كقوم نزلوا في بطن واد فجاء ذا بعود حتى انضجوا خبزتهم وإن محقرات الذنوب متى يأخذ بها صاحبها تهلكه