মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৬৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: ছোট গুনাহকে অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন
১৬৬. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা ছোট ছোট গুনাহসমূহকে অবজ্ঞা করা থেকে সাবধান থাক। কারণ, এসব গুনাহসমূহ কোন ব্যক্তির উপর একত্রিত হয়ে তাকে ধ্বংস করে দেয়। রাসূল (ﷺ) এসব গুনাহসমূহের তুলনা করেছেন- যেমন একটি সম্প্রদায় দুর অঞ্চলে অবতরণ করলো এবং তাদের বাবুর্চী উপস্থিত হলো। তখন একজন গিয়ে খাড়ি নিয়ে আসলো, অনুরূপ আরো একজন গিয়ে খড়ি নিয়ে আসলো, এভাবে তাদের নিকট অনেক খড়ি জমা হয়ে গেল। তারপর তারা তাতে আগুন জ্বালালো এবং আগুনে নিক্ষিপ্ত বস্তু ভাল করে পাকিয়ে নিল; অর্থাৎ ছোট ছোট গুনাহসমূহ যখন একত্রিত হয়, যদি সে সেগুলো থেকে নিজেকে রক্ষা না করে, তাহলে সেগুলো একত্রিত হয়ে বিরাট আকার ধারণ করে তার আমল ধ্বংস করে দেয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من احتقار الذنوب الصغيرة
عن عبد الله بن مسعود (9) أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم ومحقرات (10) الذنوب فانهن يجتمعن على الرجل حتى يهلكنه وإن رسول الله صلى الله عليه وسلم ضرب لهن مثلا كمثل قوم نزلوا أرض فلاة فحضر صنيع القوم (أي طعامهم) فجعل الرجل ينطلق فيجيء بالعود والرجل يجيء بالعود حتى جمعوا سوادا فأججوا نارا وانضجوا ما قذفوا فيها