মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৬৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কৃপণতার প্রতি ভীতি প্রদর্শন
১৬৪. আবূ বিশর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্বাস ইবন শুরাহবিল (র) থেকে শুনেছি। তিনি ছিলেন বনি গুবারের লোক। তিনি বলেন, একবার দুর্ভিক্ষের কারণে আমি মদীনায় আসলাম এবং মদীনার একটি বাগানে প্রবেশ করে খেজুরের একটি ছড়া নিলাম। তারপর তা ঘর্ষণ করে শীস বের করে তা থেকে খেলাম এবং আমার কাপড়ে তুলে নিলাম। তারপর বাগানের মালিক নিকটে আসলে সে আমাকে মারধর করলো এবং আমার কাপড়টি কেড়ে নিল। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে আসলাম রাসূল (ﷺ) বাগানের মালিককে বললেন, সে মূর্খ ছিল, তুমি তাকে শিখালে না কেন? সে ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়ালে না কেন? তারপর রাসূল (ﷺ) আমাকে আমার কাপড় ফিরিয়ে দিলেন এবং আমাকে ষাট 'সা' খাদ্যশস্য দেওয়ার আদেশ দিলেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الشح والبخل
عن أبي بشر (3) قال سمعت عباد بن شرحبيل وكان منا من بني غبر (4) قال اصابتنا سنة (5) فأتيت المدينة فدخلت حائطا من حيطانها فأخذت سنبلا ففركته وأكلت منه وحملت في ثوبي فجاء صاحب الحائط فضربني وأخذ ثوبي فأتيت رسول الله صلى الله عليه وسلم فقال ما علمته إذا كان جاهلا ولا أطعمته إذ كان ساغبا أو جائعا فرد علي الثوب وأمر لي بنصف وسق (6) أو وسق
tahqiqতাহকীক:তাহকীক চলমান