মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৬৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কৃপণতার প্রতি ভীতি প্রদর্শন
১৬৩. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো আমার বাগানে দেয়ালের পাশে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ রয়েছে, সে আমাকে কষ্ট দিচ্ছে, এবং গাছটি এখানে থাকা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তখন নবী করিম (ﷺ) তার কাছে এক ব্যক্তিকে পাঠিয়ে বললেন, অমুকের বাগানের পাশে তোমার খেজুর গাছটি আমার নিকট বিক্রি কর, সে বললো, না। তিনি বললেন, তবে তা আমাকে দান করে দাও। সে বললো, না। তারপর তিনি বললেন, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দাও। সে বললো না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, সে ব্যতীত তোমার মত এত বড় কৃপণ লোক আর আমি দেখিনি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الشح والبخل
عن جابر (1) أن رجلا اتى النبي صلى الله عليه وسلم فقال إن لفلان في حائطي (2) عذقا وانه قد اذاني وشق على مكان عذقة فأرسل إليه النبي صلى الله عليه وسلم فقال بعني عذقك الذي في حائط فلان قال لا قال فهبه لي قال لا قال فبعنيه بعذق في الجنة قال لا فقال النبي صل الله عليه وسلم ما رأيت الذي هو أبخل منك إلا الذي يبخل بالسلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান