মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৫৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: উম্মতে মুহাম্মাদীর বয়স হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৬. 'আবদুল্লাহ ইবন দিনার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন 'উমর (রা) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের আয়ু তোমাদের পূর্ববর্তী উম্মতের তুলনায় আসর ও সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের মত।
তাঁর দ্বিতীয় বর্ণনায় ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসা ছিলাম। আসরের পরে তখন সূর্য মক্কার কুআয়কিআন পাহাড়ের কাছে ছিল। তখন তিনি বললেন, যারা অতিবাহিত হয়েছে, তাদের তুলনায় তোমাদের আয়ু দিনের যতটুকু অংশ বাকী রয়েছে, সে পরিমাণ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في اعمار الأمة المحمدية
عن عبد الله بن دينار (13) سمعت ابن عمر رضي الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم أجلكم في أجل من كان قبلكم (14) كما بين صلاة العصر إلى غروب الشمس (ومن طريق ثان) (1) عن مجاهد عن ابن عمر أيضا قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم والشمس على فعيفعان (2) بعد العصر فقال ما أعماركم في أعمار من مضى الا كما بقى من النهار فيما مضى منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান