মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৫৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : মৃত্যু ও আশা সম্পর্কে যা বর্ণিত হয়ছে
১৫৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের আঙ্গুল একত্রিত করে তা যমীনের উপর রাখেন। এরপর বলেন, এ হলো আদম সন্তান! তারপর হাত উঠালেন তারপর আর একটু পিছনে আবার হাত রেখে বললেন, এ হলো তোমাদের মৃত্যু। এরপর তিনি তার হাত সামনের দিকে রেখে বললেন, এটা তোমাদের কামনা-বাসনা (অর্থাৎ তোমাদের কামনা-বাসনা অনেক দুরে, অথচ তোমাদের মৃত্যু অতি নিকটে)।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের আঙ্গুল দিয়ে মাটিতে আঁচড় দিয়ে বললেন, এ হলো- ইব্‌ন আদম। এরপর তিনি তার হাত দিয়ে আঁচড় দিয়ে বললেন, এ হলো- তার মৃত্যু। এরপর তিনি দুরে ইংগিত করে বললেন, এ হলো তার কামনা-বাসনা। একথা তিনি তিনবার বললেন।
তার তৃতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তিনটি প্রস্তরখন্ড হাতে নিলেন। তারপর একটি রাখলেন, তারপর দ্বিতীয়টি তাঁর সামনে রাখলেন এবং তৃতীয়টি দুরে নিক্ষেপ করলেন। এরপর বললেন, এ হলো আদম সন্তান, এ হলো তার মৃত্যু,' আর যেটি নিক্ষেপ করা হলো, সেটি হলো তার কামনা-বাসনা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الأجل والأمل
عن أنس بن مالك (4) ان رسول الله صلى الله عليه وسلم جمع أصابعه فوضعها على الأرض فقال هذا ابن آدم ثم رفعها خلف ذلك قليلا وقال هذا أجله ثم رمى بيده أمامه قال وثم أمله (5) (وعنه من طريق ثان) (6) قال جمع رسول الله صلى الله عليه وسلم أنامله فنكتهن (7) في الأرض فقال هذا ابن آدم وقال بيده خلف ذلك (8) وقال هذا اجله قال وأومأ بين يديه (9) قال وثم (10) أمله ثلاث مرار (وعنه من طريق ثالث) (11) أن رسول الله صلى الله عليه وسلم أخذ ثلاث حصيات فوضع واحدة ثم وضع أخرى بين يديه ورمى بالثالثة (12) فقال هذا ابن آدم وهذا أجله وذاك أمله التي رمى بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান