মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৫২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৫২. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি কালো দাস রাসূলের নিকট ইসলাম গ্রহণ করে। তারপর সে মারা যায় রাসূল (ﷺ) কে বিষয়টি জানানো হলে তিনি বললেন, দেখ তো সে কিছু রেখে গেছে কিনা? লোকেরা বললো, দুটি দিনার রেখে গেছে। তখন রাসূল (ﷺ) বললেন, এগুলো হবে জাহান্নামের দুটি ছ্যাকা!
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن عبد الله (4) قال لحق بالنبي صلى الله عليه وسلم عبد أسود فمات فأوذن النبي صلى الله عليه وسلم فقال انظروا هل ترك شيئا؟ فقالوا ترك دينارين فقال النبي صلى الله عليه وسلم كيتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান