মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৫১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৫১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একজন বেদুঈন নবী (ﷺ)-এর সাথে খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করে সে তার ভাগে দুটি দিনার লাভ করে। বেদুঈন সেটা নিয়ে তার জামার সাথে সিলাই করে নেয় এবং মিশিয়ে রাখে। তারপর লোকটি হঠাৎ মারা গেলে লোকেরা তার কাছে দুটি দিনার পেল। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তার বিষয়টি উল্লেখ করা হলে তিনি বললেন, এগুলো হবে জাহান্নামের দুটি ছ্যাকা!
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن أبي هريرة (3) أن اعرابيا غزا مع النبي صلى الله عليه وسلم خيبر فأصابه من سهمه ديناران فأخذهما الاعرابي فجعلهما في عباءته وخيط عليهما ولف عليهما فمات الاعرابي فوجدوا الدينارين فذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال كيتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান