মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৪১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪১. ইবন জুরাইজ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আতা (র) নিকট থেকে শুনেছি, তিনি বলেন, আমি ইবন 'আব্বাস (রা) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) বলেছেন, ধন-সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে আর ও সমপরিমাণ সম্পদের জন্য লালায়িত থাকবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। তবে যে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। তখন ইবন 'আব্বাস (রা) বললেন, আমি জানিনা, এটা কি কুরআনের অংশ, না অংশ নয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
حدثنا روح (4) حدثنا ابن جريج قال سمعت عطاءا يقول سمعت ابن عباس يقول قال نبي الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا مالا لأحب ان له اليه مثله ولا يملأ نفس ابن آدم الا التراب والله يتوب على من تاب فقال ابن عباس فلا أدرى أمن القرآن هو أم لا