মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৪০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪০. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি 'উমর (রা)-এর নিকট কিছু চাওয়ার জন্য আসে। তখন উমর (রা) একবার তার মাথার এবং একবার তার পায়ের দিকে তাকিয়ে তাকে ক্লেশ ও বিদীর্ণ অবস্থায় দেখতে পেলেন, এরপর 'উমর (রা) তাকে বললেন, তুমি কত সম্পদের মালিক? সে বললো, আমি চল্লিশটি উটের মালিক। ইবন 'আব্বাস (রা) বলেন, তখন আমি বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন যে, "স্বর্ণ অলংকারে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। 'উমর (রা) বললেন, তা কি? আমি বললাম, এভাবে উবাই ইব্‌ন কা'ব (রা) পাঠ করেছেন। তিনি বললেন, চল আমরা তার কাছে যাই। তিনি বলেন, এরপর আমরা উবাইয়ের কাছে এসে তাকে বললাম, এ ব্যাপারে তুমি কি বল? উবাই বললেন, এভাবে রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করেছেন। তিনি বললেন, আমরা কি এর উপর অবিচল থাকব? তিনি বললেন, এর উপর অবিচল থাক।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن ابن عباس (3) قال جاء رجل إلى عمر رضي الله عنه يسأله فجعل ينظر إلى رأسه مرة وغلى رجليه أخرى هل يرى عليه من البؤس شيئا ثم قال له عمر كم مالك؟ قال أربعون من الابل قال ابن عباس فقلت صدق الله ورسوله لو كان لابن آدم واديان من ذهب لابتغى الثالث ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب فقال عمر ما هذا؟ فقلت هكذا اقرأنيها أبي بن كعب قال فمر بنا إليه قال فجاء إلى أبي فقال ما يقول هذا؟ قال أبي هكذا اقرأنيها رسول الله صلى الله عليه وسلم قال فأثبتها قال فأثبتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান