মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কু-ধারণা ও গুপ্তচরবৃত্তি না করার প্রতি ভীতি প্রদর্শন
১২৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা কু-ধারণা পোষণ করা থেকে বিরত থাকবে। কেননা, কু-ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। আর তোমরা গোয়েন্দাগিরী করবে না, কারো গোপন জিনিস তালাশ করবে না। ঘৃণা-বিদ্বেষ পোষণ করবে না, পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিবে না, পরস্পর অন্যায়ভাবে প্রতিযোগিতা করবে না, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাক।
তাঁর থেকে আরো বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ভাল ধারণা উত্তম ইবাদতেরই অংশ।
তাঁর থেকে আরো বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ভাল ধারণা উত্তম ইবাদতেরই অংশ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التجسس وسوء الظن
عن أبي هريرة (5) قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن فإن الظن اكذبت الحديث (6) ولا تجسسوا (7) ولا تحسسوا ولا تباغضوا ولا تدابروا (7) ولا تنافسوا وكونوا عباد الله اخوانا (وعنه أيضا) (9) أن رسول الله صلى الله عليه وسلم قال إن حسن الظن من حسن العبادة