মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কু-ধারণা ও গুপ্তচরবৃত্তি না করার প্রতি ভীতি প্রদর্শন
১২৭. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল (ﷺ) তাঁর ঘরে থাকা অবস্থায় এক ব্যক্তি সেদিকে উকি মারলো। তখন নবী করিম (ﷺ) তীর ফলক হাতে নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়লে লোকটি পিছনে হটে যায়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التجسس وسوء الظن
عن أنس (3) قال كان رسول الله صلى الله عليه وسلم في بيته فاطلع اليه رجل فأهوى إليه بممشقص (4) معه فتأخر الرجل