মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কু-ধারণা ও গুপ্তচরবৃত্তি না করার প্রতি ভীতি প্রদর্শন
১২৪. রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম ছাওবান (রা) নবী করিম (ﷺ) হতে বর্ণনা করেন যে, তোমরা আল্লাহর বান্দাহদেরকে কষ্ট দেবে না, তিরস্কার করবে না, তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে না, আর যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ্ তা'আলা তার দোষত্রুটি খুঁজে বেড়াবেন এবং শেষ পর্যন্ত তিনি তা তার পরিবারের কাছে প্রকাশ করে দেবেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التجسس وسوء الظن
عن ثوبان (10) مولى رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا تؤذوا عباد الله ولا تعيروهم ولا تطلبوا عوراتهم فإنه من طلب عورة أخيه المسلم طلب الله عورته حتى يفضحه في بيته
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম ভাইকে কষ্ট দেয়া, তাদের নিন্দা করা এবং তাদের দোষত্রুটি অনুসন্ধান করা ঈমানদার ব্যক্তির জন্য শোভনীয় কাজ নয়। যাদের অন্তরে ঈমানের আলো প্রজ্জ্বলিত, তারা কখনো এ ধরনের অশোভনীয় এবং গর্হিত কাজ করতে পারে না। যদি কোন মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে, সে মুখে মুখে কালেমা উচ্চারণ করলেও তার অন্তরে ঈমানের নূর পৌঁছেনি। কোন বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি থাকলে সে কখনো অন্যের ছিদ্র অনুসন্ধান করতে পারে না। কারণ যে তার ভাইয়ের সম্মান বিনষ্ট করবে, তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবেন এবং তাকে অপমানিত ও লজ্জিত করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)