মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১০৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : যুলুম ও অন্যায় করা থেকে ভীতি প্রদর্শন এবং এবিষয়ে সাহায্য করা প্রসঙ্গে
১০৪. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলের (ﷺ) নিকট উত্থাপন করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে তার কোন আত্মীয়স্বজনকে সাহায্য করে, সে যেন ঐ উটের মত, যেটি কোন কুপে পড়ে গিয়েছে। (অর্থাৎ সে অপরাধে লিপ্ত হয়েছে এবং উটের মত ধ্বংস হয়ে গিয়েছে।) সে তার অপরাধ থেকে মুক্ত হতে চায় কিন্তু সেই সামর্থ্য তার নেই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الظلم والباطل والاعانة عليهما
عن ابن مسعود (5) رفعه إلى رسول الله صلى الله عليه وسلم قال مثل الذي يعين عشيرته على غير الحق مثل البعير ردى (6) في بئر فهو يمد بذنبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান