মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১০৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : যুলুম ও অন্যায় করা থেকে ভীতি প্রদর্শন এবং এবিষয়ে সাহায্য করা প্রসঙ্গে
১০৩, 'আব্বাদ ইবন কাছির শামী (রা) থেকে বর্ণিত। তিনি ফিলিস্তিনের অধিবাসী ছিলেন, তাদের মধ্যে এক মহিলা, যাকে ফসীলা বলে ডাকা হতো তিনি বলেন, 'আমি আবু ওয়াছিলা ইবন আসকা' (রা) থেকে শুনেছি, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করি। হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি কোন ব্যক্তি কি তার সম্প্রদায়কে ভালবাসে, তবে কি তা স্বজনপ্রীতি হবে? তিনি উত্তর দিলেন না, কিন্তু স্বজনপ্রীতি হলো- সে ব্যক্তি যুলুমের উপর তার সম্প্রদায়কে সাহায্য করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الظلم والباطل والاعانة عليهما
عن عباد بن كثير الشامي (3) من أهل فلسطين من أمرأة منهم يقال لها فسيلة (4) أنها قالت سمعت أبي (وائلة بن الأسقع) يقول سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أمن العصبية أن يحب الرجل قومه؟ قال لا ولكن من العصبية أن ينصر الرجل قومه على الظلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান