মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৯০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯০. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ্ নবী আমাদের মাঝে যখনই ভাষণ দিতেন, তখন বলতেন, যার আমানতদারী নেই, তার ঈমান নেই, আর যে ওয়াদা রক্ষা করে না, তার দ্বীন নেই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن أنس بن مالك (9) قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم إلا قال لا ايمان لمن لا امانة له ولا دين لمن لا عهد له

হাদীসের ব্যাখ্যা:

যে আমানতদারী এবং প্রতিশ্রুতি রক্ষা করে না সে যে দীন এবং ঈমানের হাকীকত থেকে বঞ্চিত তা তার প্রমাণ। আমানতের হেফাযত এবং প্রতিশ্রুতি রক্ষা করা ঈমান ও ইসলামের অপরিহার্য দিক। বিভিন্ন হাদীসের ন্যায় আলোচ্য হাদীসের উদ্দেশ্যও একথা ঘোষণা করা নয় যে, আমানত ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি দীন ইসলামের সীমানা থেকে বিলকুল বের হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে কুফুরী করার আইন প্রয়োগ করা হবে। বরং এ ধরনের ব্যক্তি যে ঈমানের আসল হাকীকত এবং নূর থেকে বঞ্চিত তা উল্লেখ করাই হল উদ্দেশ্য। বলা বাহুল্য এ ধরনের ব্যক্তির ঈমান ত্রুটিযুক্ত এবং নিষ্প্রাণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান