মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৮৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৮৯. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, মুসলমানদের সবার নিরাপত্তা দান একই পর্যায়ের, তাদের মধ্যে সবচেয়ে নিম্নতম ব্যক্তিও তা দিতে পারে। যে ব্যক্তি কোন মুসলমানের সাথে চুক্তি ভংগ করে, তার উপর আল্লাহ্, তাঁর ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। কিয়ামতের দিন তার নফল ও ফরয ইবাদতের কোন কিছুই গ্রহণ করা হবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن ابي هريرة (8) عن النبي صلى الله عليه وسلم انه قال وذمه المسلمين واحدة يسعى بها ادناهم فمن اخفرمسلما فعليه لعنة الله والملائكة والناس اجمعين لا يقبل الله منه يوم القيامة عدلا ولا صرفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান