মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৩৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীকে কষ্ট দেয়া ও তার সাথে কঠোরতা করা থেকে সতর্ক করা
৩৬. 'উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন প্রথম দুইজন প্রতিবেশীর ঝগড়ার বিচার করা হবে।
(আহমদ, তাবারানী, সনদ উত্তম)
(আহমদ, তাবারানী, সনদ উত্তম)
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب الترهيب من ايذاء الجار والتغليظ فيه
عن عقبة بن عامر (5) قال قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران