মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৩৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীকে কষ্ট দেয়া ও তার সাথে কঠোরতা করা থেকে সতর্ক করা
৩৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। অমুক মহিলার সম্পর্কে বলা হয় যে, সে অধিক নামায পড়ে, রোযা রাখে ও দান করে; কিন্তু সে তার প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়, অর্থাৎ তাদের সাথে খারাপ আচরণ করে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে জাহান্নামী। পুনরায় সে ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! অমুক নারী, সে রোযা, সাদাকা ও সালাত কম আদায় করে, তবে সে বকরীর দুধ সাদাকা করে এবং তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন রাসূল (ﷺ) বললেন, সে জান্নাতে যাবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب الترهيب من ايذاء الجار والتغليظ فيه
وعنه أيضا (1) قال قال رجل يا رسول الله ان فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير انها تؤذي جيرانها بلسانها قال هي في النار (2) قال يا رسول الله صلى فإن فلانه يذكر من قلة صيامها وصدقتها وصلاتها (3) وأنها تصدق بالأثوار (4) من الأقط ولا تؤذي جيرانها قال هي في الجنة