মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ১০১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০১. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন এক রাতে নারীদের উদ্দেশ্য হাদীস বলছিলেন সে সময় তাদের মধ্যে থেকে জনৈকা মহিলা বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! এ হাদীস খুরাফার কাহিনীর মত। তখন রাসূল (ﷺ) বললেন, তুমি কি জান খুরাফার কাহিনী কি? খুরাফা হলো উজরা গোত্রের এক ব্যক্তি যাকে জাহেলী যুগে জ্বিন জাতি ধরে নিয়ে গিয়েছিল। সে জিনদের মাঝে দীর্ঘকাল অবস্থান করেছিল, এরপর জিনেরা তাকে মানুষের নিকট ফিরিয়ে দিয়েছিল তখন সে মানুষের কাছে সে সব বিস্ময়কর কথা বলতো, যেগুলো সে জিনদের মাঝে দেখেছে, সেখান থেকেই কোন আশ্চর্যজনক ঘটনাকে বলা হয় খুরাফার কাহিনী।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن عائشة (13) رضي الله عنها قالت حدث رسول الله صلى الله عليه وسلم نساءه ذات ليلة حديثا فقالت امرأة منهن يا رسول الله كان الحديث حديث خرافة فقال اتدرون ما خرافة؟ ان خرافة كان رجلا من عذرة اسرته الجن في الجاهلية فمكث فيهن طويلا ثم ردوه إلى الإنس فكان يحدث الناس بما رأى فيهم من أعاجيب فقال الناس حديث خرافة