মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ১০০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : নারীদের সম্পর্কে যা এসেছে এবং যে কাজে তারা জান্নাতে প্রবেশ করবে তার বর্ণনা
১০০. হাফসা বিনতে সিরীন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যুবতী মেয়েদেরকে (ঈদগাহে) যেতে নিষেধ করতাম। একদা জনৈকা স্ত্রীলোক আসে এবং বনু খলফের পল্লীতে নামে। সে তার বোন থেকে হাদীস বর্ণনা করলো। সে রাসূলের কোন এক সাহাবীর স্ত্রী ছিল। তার স্বামী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সে বললো, তার বোন তাঁর সাথে ছয়টিতে অংশগ্রহণ করেছিল। সে বললো, আমরা আহতদের পরিচর্যা ও পীড়িতদের সেবা-শুশ্রূষা করতাম, আমার বোন একবার নবী করিম (ﷺ) কে জিজ্ঞেস করলো, আমাদের কারোর নিকট 'জিলবাব' না থাকলে, সে কি তা ছাড়া বাইরে যেতে পারে? তিনি জবাবে বললেন, তার কোন সাথীর নিজের 'জিলবাব' তাকে পরিয়ে দেওয়া উচিৎ, যাতে সে ভাল কাজ ও মুসলমানদের দু'আয় শরীক হতে পারে। তারপর যখন উম্মে আতিয়্যা আসলেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি নবী করিম (ﷺ) থেকে এরূপ কিছু বলতে শুনেছেন? তিনি বললেন তিনি নবী (ﷺ)-এর কথা উঠলে অবশ্যই আমার পিতা তাঁর ওপর উৎসর্গীত হোক বলতেন, তিনি বললেন, আমি তাকে বলতে শুনেছি, আমার পিতা তাঁর জন্য উৎসর্গীত হোক নবী করিম (ﷺ) বলেছেন, যুবতী মেয়ে, পর্দানশীল মহিলা ও ঋতুবতী নারী ভাল কাজ এবং মুসলমানদের দু'আয় শরীক হবে। তবে ঋতুবতী নারী নামায থেকে দুরে থাকবে। উম্মে আতীয়্যা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ঋতুবতী নারীও কি শরীক হবে? তিনি জবাব দিলেন, কেন, তারা কি আরাফা ও অন্যান্য স্থানে (মুজদালিফা, মিনা) উপস্থিত হয় না?
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في النساء وما يدخلهن الجنة
حدثنا اسماعيل (9) انا ايوب عن حفصة بنت سيرين قالت كنا نمنع عواتقنا (10) ان يخرجن فقدمت امرأة فنزلت قصر بني خلف (11) فحدثت أن اختها كانت (12) تحت رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم وقد غزا مع رسول الله صلى الله عليه وسلم اثنتي عشرة غزوة قالت أختي غزوت معه (1) ست غزوات قالت كنا نداوي الكلمى (2) ونقوم على المرضى فسألت أختي رسول الله صلى الله عليه وسلم فقالت هل على احدانا بأس (3) لمن لم يكن لها جلباب (4) أن لا تخرج؟ فقال لتلبسها صاحبتها من جلبابها (5) ولتشهد الخير ودعوة المؤمنين قالت (6) فلما قدمت ام عطية فسألتها أو سألناها هل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كذا وكذا؟ قالت وكانت لا تذكر رسول الله صلى الله عليه وسلم أبدا إلا قالت بيبا (7) فقالت نعم بيبا قال لتخرج العواتق ذوات الخدور (8) أو قالت العواتق وذوات الخدور والحيض (9) فيشهدن الخير ودعوة المؤمنين ويعتزلن (10) الحيض المصلى فقلت لأم عطية آلحائض؟ (11) فقلت أو ليس يشهدن عرفة (12) وتشهد كذا وتشهد كذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান