মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৯৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : নারীদের সম্পর্কে যা এসেছে এবং যে কাজে তারা জান্নাতে প্রবেশ করবে তার বর্ণনা
৯৫. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে নারী সমাজ! তোমরা অধিক পরিমাণে দান-খয়রাত কর এবং অধিক ক্ষমা প্রার্থনা কর। কেননা, আমি তোমাদের বহু নারীকে দোযখবাসী দেখেছি। তার কারণ, তোমরা বেশী বেশী অভিশাপ দাও এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে থাক। আমি তোমাদের মত স্বল্পবুদ্ধি ও দ্বীনের ব্যাপারে সংকীর্ণ হওয়া সত্ত্বেও বুদ্ধিমান বিচক্ষণ পুরুষদের উপর বিজয়ী হতে পারঙ্গম আর কাউকে দেখিনি। মহিলারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ), বিবেক বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে কমতি কি? তিনি বললেন, বুদ্ধির স্বল্পতা ও দ্বীনের কমতি হলো, তোমাদের দু'জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। এটি হলো তোমাদের বুদ্ধির স্বল্পতা। আর তোমাদের দ্বীনের স্বল্পতা হলো, তোমরা কয়েকদিন নামায থেকে বিরত থাক এবং রমযান মাসে কয়েকদিন রোযা থেকে বিরত থাক। এটি তোমাদের দ্বীনের কমতি।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في النساء وما يدخلهن الجنة
عن ابن عمر (6) ان رسول الله صلى الله عليه وسلم قال يا معشر النساء تصدقن واكثرن فإني رأيتكن اكثر اهل النار لكثرة اللعن وكفر العشير ما رأيت من ناقصات عقل ودين اغلب لذي لب منكن قالت يا رسول الله وما نقصان العقل والدين؟ قال أما نقصان العقل والدين فشهادة امرأتين تعدل شهادة رجل فهذا نقصان العقل وتمكث الليالي لا تصلي وتفطر في رمضان فهذا نقصان الدين
tahqiqতাহকীক:তাহকীক চলমান