মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৯৩
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : নারীদের সম্পর্কে যা এসেছে এবং যে কাজে তারা জান্নাতে প্রবেশ করবে তার বর্ণনা
৯৩. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা নবী করিম (ﷺ)-এর নিকট এসে তাকে প্রশ্ন করলো, তখন তার সাথে তার দুটি শিশু সন্তান ছিল। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাকে তিনটি খেজুর দিলেন, তখন মহিলাটি প্রত্যেক সন্তানকে একটি করে খেজুর দিলেন। বর্ণনাকারী বলেন, এরপর একজন শিশু কাঁদছিল। বর্ণনাকারী বলেন, এরপর মহিলাটি বাকী একটি খেজুর দুভাগ করে দু'জনকে দু অর্ধেক দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সন্তানদের প্রতি করুণাময়ী, জন্মদায়িনী ও গর্ভধারিণী নারীরা যদি তাদের স্বামীর অবাধ্য না হতো, তাহলে তাদের মধ্য হতে নামাযী মহিলাগণ জান্নাতে প্রবেশ করতো।
'আবদুর রহমান ইবন 'আউফ (রা)-এর দ্বিতীয় বর্ণনায়, তিনি বলেন, নবী করিম (ﷺ)-এর নিকট একজন নারী আসল, তার সাথে তার একটি শিশু পুত্রকে সে কোলে করে নিয়ে আসলো। তার অন্য হাতে কি ছিল, তা বর্ণনাকারী জানতে পারিনি। বর্ণনাকারী বলেন, সে গর্ভবতী ছিল, সে এদিন রাসূল (ﷺ)-এর নিকট কিছু চায়নি, তবে রাসূলুল্লাহ (ﷺ) নিজেই তাকে দান করেন এবং বলেন, গর্ভধারিণী জন্মদায়িনী,...... হাদীসের শেষ পর্যন্ত।
'আবদুর রহমান ইবন 'আউফ (রা)-এর দ্বিতীয় বর্ণনায়, তিনি বলেন, নবী করিম (ﷺ)-এর নিকট একজন নারী আসল, তার সাথে তার একটি শিশু পুত্রকে সে কোলে করে নিয়ে আসলো। তার অন্য হাতে কি ছিল, তা বর্ণনাকারী জানতে পারিনি। বর্ণনাকারী বলেন, সে গর্ভবতী ছিল, সে এদিন রাসূল (ﷺ)-এর নিকট কিছু চায়নি, তবে রাসূলুল্লাহ (ﷺ) নিজেই তাকে দান করেন এবং বলেন, গর্ভধারিণী জন্মদায়িনী,...... হাদীসের শেষ পর্যন্ত।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في النساء وما يدخلهن الجنة
عن أبي أمامة (9) أن امرأة اتت النبي صلى الله عليه وسلم تسأله ومعها صبيان لها فأعطاها ثلاث تمرات (10) فأعطت كل واحد منها تمرة قال ثم ان احد الصبين بكى قال فشقتها فأعطت كل واحد نصفها فقال رسول الله صلى الله عليه وسلم حاملات والدات رحيمات بأولادهن لولا ما يصنعن بأزواجهن (11) لدخل مصلياتهن الجنة (12) (وعنه من طريق ثان) (13) قال أتت النبي صلى الله عليه وسلم امرأة ومعها صبي لها تحمله وبيدها آخر لا أعلمه إلا قال وهي حامل فلم تسأل رسول الله صلى الله عليه وسلم شيئا يومئذ إلا أعطاها اياه ثم قال حاملات والدات الحديث