মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৮৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: আটটি বিষয় সম্পর্কে যা এসেছে
৮৮. 'আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (ﷺ) কে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ), কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, সত্যবাদী হওয়া, আল্লাহর পথে জিহাদ করা ও মকবুল হজ্জ। সে ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি অনেক বড় বড় কাজের কথা বলেছেন, তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তাহলে (কিছু সহজ কাজের কথা শোনো) কথাবার্তায় কোমলতা, খাবার দান, বদান্যতা, ও সচ্চরিত্র। তখন লোকটি বলল এক কথায় বলুন। তখন রাসূল (ﷺ) তাকে বললেন, যাও, তুমি তোমার নফসের উপর আল্লাহকে অভিযুক্ত করো না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثمانيات
عن عمرو بن العاص (1) قال قال رجل يا رسول الله أي العمل أفضل؟ قال ايمان بالله وتصديق وجهاد في سبيل الله وحج مبرور قال الرجل اكثرت يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم فلين الكلام وبذل الطعام وسماح وحسن خلق قال الرجل أريد كلمة واحدة قال له رسول الله صلى الله عليه وسلم اذهب فلا تتهم الله على نفسك