মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৮৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: সাতটি বিষয় সম্পর্কে যা এসেছে
৮৭. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ (ﷺ) আমাকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে মিসকিনদেরকে ভালবাসতে এবং তাদের সান্নিধ্যে থাকতে নির্দেশ দিয়েছেন; আর যে ব্যক্তি আমার থেকে নিম্নস্তরে রয়েছে তার প্রতি তাকাতে নির্দেশ দিয়েছেন আর যে ব্যক্তি আমার থেকে উচ্চ মর্যাদায় রয়েছে, তার প্রতি না তাকাতে। আমাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন, যদিও সে আমাকে এড়িয়ে চলতে চায়। আমাকে কোন ব্যক্তির কাছে বিনা প্রয়োজনে কিছু না চাইতে নির্দেশ দিয়েছেন, আমাকে সত্য কথা বলতে নির্দেশ দিয়েছেন, যদি সেটা তিক্তও হয়, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কারও সমালোচনাকে ভয় না করতে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন 'লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ' বলি, এ সবই 'আরশের নীচের সঞ্চিত ধন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في السباعيات
عن أبي ذر (6) قال أمرني خليلي صلى الله عليه وسلم بسبع أمرني بحب المساكين والدنو منهم وامرني ان انظر الى من هو دوني ولا انظر إلى من هو فوقي وامرني ان اصل الرحم وان ادبرت وامرني ان لا اسأل احدا شيئا وامرني ان اقول بالحق وان كان مرا وامرني ان لا اخاف في الله لومة لائم وأمرني أن أكثر من قول لا حول ولا قوة إلا بالله فانهن من كنز تحت العرش
tahqiqতাহকীক:তাহকীক চলমান