মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৮২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: ছয়টি গুণের সংখ্যা দিয়ে আরম্ভ বিষয়াদি প্রসঙ্গে
৮২. 'উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন তোমরা নিজেদের ছয়টি জিনিষের জামিন হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হবো। তোমরা যখন কথা বলবে, তখন সত্য কথা বলবে; তোমরা যখন ওয়াদা করবে, তখন তা পূরণ করবে; যখন তোমরা আমানতদার হবে, তখন তা আদায় করবে; তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাযত করবে, তোমাদের চক্ষুকে সংযত রাখবে, এবং তোমাদের হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب السداسيات المبدوءة بعدد
عن عبادة بن الصامت (9) ان النبي صلى الله عليه وسلم قال اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنة اصدقوا اذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا ائتمنتم واحفظوا فروجكم وغضوا ابصاركم وكفوا ايديكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান