মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৫৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৫৫. আবূ হুরায়রা (রা) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তোমাদের কেউ যখন কুলুপ ব্যবহার করে, তখন সে যেন তা বেজোড় ব্যবহার করে; যখন তোমাদের কারো পাত্রে কুকুর চাটবে, তখন সে পাত্র সাতবার ধৌত করবে; চতুষ্পদ জন্তুর ঘাস খাওয়া বন্ধ করার জন্য কেউ উদ্বৃত্ত পানি ব্যবহারে বাধা দেবে না, আর যে ব্যক্তি উটের মালিক, সে যেন উটের পানি পানের স্থানে দুধ দোহন করে, যাতে সে দুধ মানুষকে দান করা যায়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
وعنه أيضا (7) عن النبي صلى الله عليه وسلم قال اذ استجمر احدكم فليوتر واذا ولغ الكلب في إناء أحدكم فليغسله سبع مرات ولا يمنع فضل ماء ليمنع به الكلأ (8) ومن حق الابل أن تحلب على الماء يوم وردها