মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৪০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ (ﷺ) আমাকে তিনটি কাজের উপদেশ দেন, আমি কখনও সে আমল ছেড়ে দেব না। (অন্য বর্ণনায় মৃত্যু পর্যন্ত আমি সে আমল ছেড়ে দেব না:) রাতে ঘুমানোর পূর্বে বিতরের নামায পড়া, প্রতি মাসে তিনটি রোযা রাখা এবং জুমার দিন গোসল করা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
وعنه أيضا (2) قال ثلاث أوصاني بهن خليلي صلى الله عليه وسلم لا أدعهن أبدا (وفي رواية لا أدعهن حتى أموت) الوتر قبل أن انام وصيام ثلاثة أيام من كل شهر والغسل يوم الجمعة