মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৩৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৩৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তিন ব্যক্তির প্রত্যেককে সাহায্য করা আল্লাহর কর্তব্য: আল্লাহর পথে জিহাদকারী, বিবাহ বন্ধনের মাধ্যমে পবিত্র জীবন যাপনকারী এবং নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের ভিত্তিতে মুক্তিলাভের চুক্তিতে আবদ্ধ দাস যে সেই টাকা পরিশোধের ইচ্ছা রাখে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم ثلاث كلهم حق على الله عونهم المجاهد في سبيل الله والناكح المستعفف والمكاتب يريد الأداء
tahqiqতাহকীক:তাহকীক চলমান