মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ২৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৯. আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করবে, বন্দীদেরকে মুক্তি দেবে, এবং রোগীর সেবা করবে। আবদুর রহমান 'মারিদের' স্থানে 'মারদা' বলেছেন। (অর্থাৎ রোগীর স্থানে রোগ বলেছেন)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي موسى (3) قال قال رسول الله اطعموا الجائع وفكوا العانى (4) وعودوا المريض قال قال عبد الرحمن المرضى