মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ২৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৮. সাহাল ইবন হুনাইফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন মুজাহিদকে সাহায্য করবে, অথবা দরিদ্রকে ঋণ দেবে, অথবা কোন গোলামকে মুক্তি দেবে, কিয়ামতের দিন আল্লাহ তার 'আরশের ছায়ার নীচে তাকে স্থান দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن سهل بن حنيف (1) قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان مجاهدا في سبيل الله أو غارما في عسرته أو مكاتبا في رقبته (2) أظله الله في ظله يوم لا ظل إلا ظله
tahqiqতাহকীক:তাহকীক চলমান