মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ২১৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: আকস্মিক মৃত্যু।
২১৩। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আকস্মিক মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা মু'মিনদের জন্য রহমতস্বরূপ আর বদকারের জন্য গযবস্বরূপ।
(বায়হাকী। হাদীসটির সনদে বর্ণনাকারী উবায়দুল্লাহ ওয়াসসাফী দুর্বল। তবে এর সমার্থক অনেক বর্ণনা রয়েছে, যা তার বিশুদ্ধতার প্রমাণবাহক।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في موت الفجأة
عن عائشة رضى الله عنها (3) قالت سالت رسول الله صلى الله عليه وسلم عن موت الفجأة فقال راحة للمؤمن (4) وأخذة أسف للفاجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১৩ | মুসলিম বাংলা