মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ২১২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: আকস্মিক মৃত্যু।
২১২। তামীম ইবন সালামা (র) সূত্রে উবায়দ ইবন খালিদ মাসলামী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী ছিলেন। তিনি বলেন, আকস্মিক মৃত্যু ক্রোধের পাকড়াও স্বরূপ (অর্থাৎ আল্লাহর গযবস্বরূপ)।
বর্ণনাকারী বলেন, তিনি অন্য বার এটা নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
(আবু দাউদ। মুনযিরী (র) বলেছেন, উক্ত হাদীস আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত রয়েছে। সবগুলোর সূত্র বিতর্কিত। তবে উবায়দ (রা) এই হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। এর সনদ মাওকুফ হলেও কোন দোষ নেই। কেননা, এ ধরনের বক্তব্য বিবেকপ্রসূত নয়। অধিকন্তু তিনি অন্য এক সময রাসূলুল্লাহ (ﷺ) থেকেও বর্ণনা করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في موت الفجأة
عن تميم بن سلمة (1) عن عبيد بن خالد (المسلمى) وكان من أصحاب النبى صلى الله عليه وسلم قال موت الفجأة (2) أخذة أسف وحدِّث به مرة عن النبى صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান