মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ২০৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
প্লেগ ও মহামারি পর্ব

পরিচ্ছেদ : প্লেগ এবং এ জাতীয় রোগসমূহের পরিচয় এবং আক্রান্ত এলাকা হতে পলায়ন না করে মৃত্যুবরণ করলে শহীদ হবে।
২০৩। আবূ মূসা আশ'আরী (রা)-এর ভাই আবূ বুরদা ইবন কায়স আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন
اللَّهُمَّ اجْعَلْ فَنَاءَ أُمَّتِي فِي سَبِيلِكَ بِالطَّعْنِ وَالطَّاعُوْنِ
(হে আল্লাহ! আমার উম্মতের ধ্বংস নিহিত রাখুন আপনার রাস্তায় লড়াই এবং প্লেগ এর ভেতর।)
(তবারানী। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطاعون والوباء

باب ما جاء في حقيقة الطاعون ومعناه وشهادة من مات به ولم يفر منه
عن أبى بردة بن قيس (4) أخى أبى موسى الأشعرى قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل فناء أمتى في سبيلك بالطعن والطاعون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০৩ | মুসলিম বাংলা