মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ২০২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
প্লেগ ও মহামারি পর্ব
পরিচ্ছেদ : প্লেগ এবং এ জাতীয় রোগসমূহের পরিচয় এবং আক্রান্ত এলাকা হতে পলায়ন না করে মৃত্যুবরণ করলে শহীদ হবে।
পরিচ্ছেদ : প্লেগ এবং এ জাতীয় রোগসমূহের পরিচয় এবং আক্রান্ত এলাকা হতে পলায়ন না করে মৃত্যুবরণ করলে শহীদ হবে।
২০২। ইয়াহয়া ইবন আবি বকর (র) আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন আবূ বকর নাহশালী (র)। তিনি বলেন, আমার কাছে যিয়াদ ইবন 'ইলাকা (র) উসামা ইবন শারীক (র) থেকে বর্ণনা করেছেন যে, উসামা (র) বলেন, একদা আমি বনূ সা'লাবা গোত্রের প্রায় দশজন লোকের সঙ্গে বের হলাম। তারপর আমরা আবু মূসা (রা)-এর সঙ্গে মিলিত হলাম। সে সময় তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করলেন যে তিনি বলেছেন,
اللَّهُمَّ اجْعَلْ فَنَاءَ أُمَّتِي فِي الطَّاعُون
(হে আল্লাহ! আপনি আমার উম্মতের ধ্বংস নিহিত রাখুন প্লেগের ভেতর।)
এরপর পূর্বানুরূপ হাদীস উল্লেখ করলেন।
(হাকিম, ইবন খুযায়মা। তারা উভয়ে এবং হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
اللَّهُمَّ اجْعَلْ فَنَاءَ أُمَّتِي فِي الطَّاعُون
(হে আল্লাহ! আপনি আমার উম্মতের ধ্বংস নিহিত রাখুন প্লেগের ভেতর।)
এরপর পূর্বানুরূপ হাদীস উল্লেখ করলেন।
(হাকিম, ইবন খুযায়মা। তারা উভয়ে এবং হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطاعون والوباء
باب ما جاء في حقيقة الطاعون ومعناه وشهادة من مات به ولم يفر منه
باب ما جاء في حقيقة الطاعون ومعناه وشهادة من مات به ولم يفر منه
حدّثنا يحيى بن أبى بكر (2) قال ثنا أبو بكر النهشلى قال ثنا زياد بن علاقة عن أسامة بن شريك قال خرجنا في بضع عشرة من بنى ثعلبة فإذا نحن بأبى فإذا هو يحدث عن رسول الله صلى الله عليه وسلم قال اللهم اجعل فناء أمتى في الطاعون فذكره