মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১২৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
অনুচ্ছেদ: বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া হতে রক্ষা পাওয়ার মন্ত্র।
১২৫। শিফা বিনত আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) আমাদের নিকট আসলেন। আমি সে সময় হাফসা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। নবী (ﷺ) আমাকে বললেন, তুমি যেরূপ তাকে লেখা শিক্ষা দিয়েছ, সেরূপ বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া হতে রক্ষা পাওয়ার মন্ত্র শিক্ষা দাও।
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
فصل في رقية النّملة
عن الشفاء بنت عبد الله (5) دخل علينا النبى صلى الله عليه وسلم وأنا عند حفصة، فقال لى ألا تعلمين هذه (6) رقية النملة كما علمتيها الكتابة