মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১২৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
অনুচ্ছেদ: বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া হতে রক্ষা পাওয়ার মন্ত্র।
১২৪। আবূ বকর ইবন সুলায়মান (র) সূত্রে হাফসা (রা) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) তাঁর নিকট গেলেন। সে সময় তাঁর কাছে 'শিফা' নামক এক মহিলা উপস্থিত ছিল। (অন্য বর্ণনায়: আশ শিফা) সে পার্শ্বঘা হতে রক্ষা পাওয়ার জন্য ঝাড়ফুঁক করত। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা হাফসা (রা)-কে শিক্ষা দাও।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
فصل في رقية النّملة
عن أبى بكر بن سليمان (3) عن حفصة أن النبى صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة يقال لها شفاء (وفى رواية الشفاء) ترقى من النّملة (4)، فقال النبى صلى الله عليه وسلم عليها حفصة
tahqiqতাহকীক:তাহকীক চলমান