সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আল্লাহর নামসমুহ ও তার সংরক্ষণকারীর ফযীলত
৩৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিরানব্বইটি অর্থাৎ এক কম একশটি নাম আছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তিনি (আল্লাহ) বেজোড় এবং তিনি বেজোড় ভালবাসেন।
أبواب الكتاب
باب فِي أَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَفَضْلِ مَنْ أَحْصَاهَا
33 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا مِائَةٌ إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ، إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)