সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
জুনুবী (অপবিত্র) অবস্থায় রোযা পালনকারীর ভোর হওয়া।
৩২. রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন ফজরের সালাতের জন্য আযান দেয়া হয়, এমতাবস্থায় তোমাদের কেউ জুনুবী (গোসল ফরয) থাকে তাহলে সে যেন সেদিন রোজা না রাখে।
أبواب الكتاب
باب الصَّائِمِ يُصْبِحُ جُنُبًا
32 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ لِلصَّلَاةِ صَلَاةِ الصُّبْحِ، وَأَحَدُكُمْ جُنُبٌ فَلَا يَصُومُ يَوْمَئِذٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান