মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৫৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৫৫। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা জ্বর অনুভব করবে তখন ঠাণ্ডা পানি দ্বারা তাকে দমন করবে।
(বুখারী, মুসলিম, নাসাঈ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
وعنه أيضاً (1) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسستم بالحمى فأطفئوها (2) بالماء البارد
tahqiqতাহকীক:তাহকীক চলমান